
গাড়ির দৈনন্দিন খরচের ভেতর সবচাইতে উল্লেখযোগ্য হলো জ্বালানী খরচ। অনেক বিষয় আছে যা আপনার গাড়ির জ্বালানী খরচ কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে, আর ওই সব বিষয় সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। তাই আপনি চাইলে ওই বিষয় গুলোর উপর খেয়াল রেখে আপনার গাড়ির জ্বালানী খরচ কমাতে পারেন। নিয়মিত আপনার গাড়ির টায়ার প্রেশার পরীক্ষা করুন, গাড়ির ম্যানুফ্যাকচার এর নির্দেশ মেনে চলুন। আপনার গাড়ির টায়ার প্রেশার কি হবে তা জানতে গাড়ির ম্যানুয়াল দেখুন অথবা ড্রাইভ ডোর প্যানেল দেখুন। হটাৎ করে বেশি এক্সসিলারেশনে (Hard Acceleration ) এবং হার্ড ব্রেক আপনার জ্বালানী খরচ বাড়িয়ে দিবে, আপনার ড্রাইভিং হ্যাবিট চেঞ্জ করুন অথবা আপনার ড্রাইভার যদি এইভাবে গাড়ি ড্রাইভ করে তবে তাকে নিরুৎসাহিত করুন।গাড়ির বুট থেকে অপ্রয়োজনীয় জিনিস নামিয়ে রাখুন, গাড়ির ওজন বৃদ্ধি পেলে জ্বালানী খরচ ও বেড়ে যাবে। হাইওয়েতে অথবা হাই -স্পিডে গাড়ি চালানোর সময় অবশ্যই জানালার কাচ বন্ধ করে রাখুন, কারণ এতে গাড়ির ভেতর বাতাস প্রবেশ করে গাড়ীর ওজন বৃদ্ধি করে। আপনি লো স্পিডে জানালার কাচ নামিয়ে AC বন্ধ করে গাড়ির জ্বালানী সাশ্রয় করতে পারেন। হাই স্পিডে AC অন থাকলে জ্বালানী খরচ কম হবে।