
টয়োটা মোটর কর্পোরেশন ঘোষণা করেছে যে ২০২০ সালের ডিসেম্বরে “Porte” এবং “Spade” এবং ২০২১ সালের মার্চের শেষে “Premio”, “Allion” এবং “Prius α” উৎপাদন বন্ধ করে দেবে।Porte, ২০০৪ সালের জুলাই মাসে প্রথম যাত্রা শুরু করেছিল এবং Spade, ২০১২ সালের জুলাইয়ে আত্মপ্রকাশ করেছিল।
গাড়ি দুটিই লম্বা Compact Wagon, এবং গাড়ি দুটিতে যাত্রী ওঠানামা করার জন্য বড় স্লাইডিং দরজা রয়েছে। গাড়ি দুটিতে রয়েছে দুর্দান্ত বোর্ডিং ব্যবস্থা এবং এর পারফর্মেন্সও দারুন।অন্যদিকে, Premio একটি ৪ দরজার সেডান, যা ২০০১ সালে “Corona”-র যোগ্য উত্তরসূরি হিসেবে আবির্ভুত হয়েছিল এবং একই বছরে Allion মডেলটি এসেছিলো “Carina” এর উত্তরসূরি হিসেবে। Prius α গাড়িটি ২০১১ সালের মে মাসের দিকে প্রথম যাত্রা শুরু করা একমাত্র হাইব্রিড Station Wagon। টয়োটা “Prius” এর বেইজ মডেলটি ২০১৫ সালের ডিসেম্বরে পুরোপুরি পুনঃনির্মাণ করা হলেও, Prius α গাড়িটি প্রথম থেকেই একই রকম রয়েছে।টয়োটা জানিয়েছে উৎপাদন বন্ধ হলেও টয়োটা ডিলারগুলিতে বিক্রয়োত্তর সেবা অব্যাহত থাকবে।